বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

চন্দনাইশে ভোটকেন্দ্র দখলে নিতে গোলাগুলি, পুলিশ গুলিবিদ্ধ

  প্রকাশ : ২০১৯-০৩-২৪ ১৬:৪৩:৩৩  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় ফরহাদ হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টার মাথায় চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সহিংস ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী জানান, জানান, পূর্ব চন্দনাইশের ওই ভোটকেন্দ্র দখলে নিতে দু’পক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তবে কোন দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি ওসি।

পঞ্চম উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন চলছে।

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে।

এদিকে, নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।



ফেইসবুকে আমরা