বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে : বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে বাপউস’র আলোচনা সভায় বক্তারা

  প্রকাশ : ২০১৯-০৩-২৪ ১৬:৩৬:০৫  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র আয়োজনে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ২৩ মার্চ শনিবার নগরীর পুরাতন চান্দগাঁওস্থ চান্দগাঁও ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তাফা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ। মো. রহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, ডা. মুহিবুল আলম, অনুতোষ দত্ত বাবু। এতে আরও উপস্থিত ছিলেন আবরার হোসাইন, শান্তা তালুকদার, রাজন বড়ুয়া, ছোটন দাশ, শোয়াইব হোসেন, কুইঅং মারমা প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। বাড়ছে ভূমিকম্প ও বজ্রপাত। গত কয়েক বছরে বজ্রপাতজনিত মৃত্যুর হার বাড়ছে। শুধু বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রকৃতি তার গতি পরিবর্তন করায় এ দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তাই প্রকৃতির ভারসামস্য রায় সবুজায়ন ঘটাতে হবে এবং প্রজন্মকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে।



ফেইসবুকে আমরা