বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক’র ইপসা’র কার্যক্রম পরিদর্শন

  প্রকাশ : ২০২২-১১-১২ ২১:৩১:১৭  

পরিস্থিতি২৪ডটকম : তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বা এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে অসম্ভবকে সম্ভব করার মতো অনেক এজেন্ডা। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে এ আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। এ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ ইস্যুভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখছে। স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসাও এ কার্যক্রম বাস্তবায়নে অংশীদার। ইপসা ১৯৮৫ সালে আন্তর্জতিক যুব বর্ষে প্রতিষ্ঠা লাভ করে প্রায় ৩ যুগের অধিক কাল ধরে বৃহত্তর চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব শেখ মোঃ মনিরুজ্জামান চট্টগ্রামে ইপসা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন শেষে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তাগণ উপরোক্ত মতামত ব্যক্ত করেন। ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব শেখ মোঃ মনিরুজ্জামান স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ইপসা’কে ধন্যবাদ জানান। উক্ত মতবিনিময় সভায় ইপসা’র কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ও ইয়ূথ ফোকাল আবদুস সবুর। কার্যক্রম উপস্থাপনার শেষে মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান সভায় উপস্থিত ইপসা’র কর্মকর্তাদের সাথে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। সবশেষে তিনি ইপসা’র কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, উপ-পরিচালক (সমাজ উন্নয়ন) নাছিম বানু শ্যামলী, সহকারি পরিচালক ও হেড অব রোহিঙ্গা রেসপন্স মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারি পরিচালক (অর্থ ও ঝুঁিক ব্যবস্থাপনা) রোখসানা বেগম, ব্যবস্থাপক (মানব সম্পদ) গাজী মোঃ মঈনুদ্দীন, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আলী শাহীন, প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস, প্রকল্প সমন্বয়ক সানজিদা আকতার প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা