বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি নূরুল আলম চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  প্রকাশ : ২০১৯-০১-২৭ ১৮:০৪:৪৬  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী, চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত এমপি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী ৭৫ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রবিবার চট্টগ্রাম সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত নূরুল আলম চৌধুরীর জানাযায় অংশ নেন।
প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ রাজনৈতিক সঙ্গীকে হারালাম।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তিনি ১৯৭৩ এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদে ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১০ সালে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন।



ফেইসবুকে আমরা