বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বৈশাখী খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন

  প্রকাশ : ২০২০-০২-০১ ১৭:৫৫:২০  

পরিস্হিতি২৪ডটকম : শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য চাই সুন্দর পরিবেশ। শিশুরা বেড়ে উঠবে তার আপন মহিমায়। তাই তাদের সুন্দর ভাবে বেড়ে উঠার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে। পূর্ব মাদারবাড়ী বৈশাখী খেলাঘর আসরের ৭ম সম্মেলন-২০২০ উদ্বোধন করতে এসে একথা বলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি ডঃ গাজী সালেহ উদ্দিন। সারাদিন ব্যাপী অনুষ্ঠিতি সম্মেলনে প্রথম পর্বে সকালে ছিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা। দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠিত হয়, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইকবাল হোসেনের সভাপতিত্বে ও শাহরিয়ার হাসানের সঞ্চালনায় পুর্ব মাদারবাড়ী বালিকা স্কুল প্রাঙ্গণে ৩১/০১/২০২০ইং তারিখ শুক্রুবার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সদরঘাট থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিএনসি স্পেশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ, দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক ও কবি শুকলাল দাশ, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রোজি সেন। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জাহিদ হোসাইন, সমাজ সেবক আব্দুল আলী লোহানী, আজিজুর রহমান, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সম্মেলনর প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মঞ্জুর আলম, আবেদা বেগম মীরা, কাজী মোহাম্মদ আফিস আলভী, হুমায়ুন রশিদ রাসেল, সাজ্জাদ হোসেন মুন্না, রাজিব শীল, আনাস ইবনে আন্না, সিরাজুল ইসলাম সজল, আবছাব উদ্দিন, নাঈমুল হক শুভ, আজিজুল হাকিম ইমরনা, শুজন দাশ, তাসনিম বিনতে কাশেম, জিন্নাত হোসেন বীথি, মুমিনুল হক মাসুদ, তাহসিন তাসপিয়া, অনিক দাশ তমাল, আরাফ চৌধুরী প্রমুখ।



ফেইসবুকে আমরা