বাংলাদেশ, , বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

জ্যোতিষ আচার্য ও স্বর্ণপদকে ভূষিত অভিজ্ঞ পণ্ডিত নারায়ন আচার্য

  প্রকাশ : ২০১৯-০৬-২৩ ১৯:৪৯:৫০  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত ১ম জাতীয় জ্যোতিষ সম্মেলন ২০১৯ এ ২য় দিনে নগরীর চট্টগ্রাম প্রেস কাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির নির্বাহী সদস্য অভিজ্ঞ পণ্ডিত নারায়ন আচার্যকে জ্যেতিষ আচার্য ও স্বর্ণপদকে ভূষিত করা হয়। তার পিতা স্বর্গীয় পরিমল আচার্য (মাস্টার) ও মাতা কমলা রানী আচার্য এর বড় পুত্র। এক ভাই ও এক বোন এর মধ্যে বড়। সীতাকুন্ড মহাদেবপুর গনেশঠাকুর শনিবাড়ি পুরোহিত অগ্নিগিরি সিদ্ধি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি। তিনি সীতাকুন্ড গনেশঠাকুর শনিবাড়ির ও অগ্নিগিরি সিদ্ধি আশ্রমের ২০ বছর ধরে অভিজ্ঞ জ্যোতিষী ও হস্তরেখাবিদ। তাহার এই জ্যোতিষ আচার্য ও স্বর্ণপদক প্রাপ্তিতে অগ্নিগিরি সিদ্ধি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। উক্ত সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার, কেন্দ্রীয় মহাসচিব ড. কে.সি.পাল, ড. শেখর রায়, ড. মাধবাচার্য, চট্টগ্রাম বিভাগীয় সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিষ্ট্রার আশীষ বড়–য়া, বিভাগীয় সভাপতি অধ্য এ.আর.আচার্য, সম্মেলন উদযাপন পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী, সলিল আচার্য, বিপুল সরকার, যীশু আচার্য, স্বয়ন আচার্য, উত্তম আচার্য, রাজু আচার্য, জয় আচার্য, রুদ্র আচার্য, অরূপ আচার্য, বিভাগীয় সহ-সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ড. প্রফেসর এ.কে হাওলাদার, অর্চ্চনা রাণী আচার্য, তরুণ কুমার আচার্য, রূপা আচার্য, সৃজা আচার্য, দেবীকা আচার্য, নবনিত ভট্টাচার্য পিও, এড. রুপনা রানী আচার্য, তুর্ণা আচার্য, বন্ধন আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা