বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

শীলানন্দ স্থবিরের ২১ তম উপসম্পদা দিবস উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৬-২৩ ১৯:৫৪:০৫  

পরিস্হিতি২৪ডটকম : আগামী ২৬ জুন ২০১৯ ইং রোজ বুধবার, একুশ শতকের বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মৈত্রী প্রদীপ, মানবতাবাদী পুন্যপুরুষ, আর্যশ্রাবক, ষড়াভিজ্ঞা অরহত, অনুবুদ্ধ ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহোদয়ের ২১ তম পবিত্র উপসম্পদা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী বাবু মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া গৌতমাশ্রম বিহারে গত ২১/৬/২০১৯ ইংরেজি সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠান কে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন কার্যকরী সভাপতি প্রকৌশলী প্রবেশ বড়ুয়া রাশু, অনজন কুমার বড়ুয়া, ওসি উদয়ন বড়ুয়া, শীল- মৈত্রী পরিষদের সভাপতি পবন বড়ুয়া পংকজ, সনজীব বড়ুয়া তিনু, রুপক বড়ুয়া, ইউ পি সদস্য গৌতম সেবক বড়ুয়া, রুবেল বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, সূয্য গিরি আশ্রমের পরিচালক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, প্রনয়ন বড়ুয়া, নান্টু বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা