বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বারানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব দিবসের ৫ম প্রস্তুতি সভা

  প্রকাশ : ২০২০-০১-১১ ১৮:৫৮:৪৭  

পরিস্হিতি২৪ডটকম : যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে এক সাধারণ কর্মী সভা আয়োজন করা হয়। উক্ত দুইদিন বর্ণাঢ্য অনুষ্ঠান মেলার প্রস্তুতি মূলক আলোচনা করা ও সিদ্ধান্ত গৃহীত করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশন সীতাকুণ্ডের অধ্য পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, শ্রী রনজিত কুমার ধর, অধ্যাপক কেশব বাবু, শ্রী সমীর কান্তি পাল, বাসুদেব দাশ, পরিমল পাল, লায়ন দিলীপ কুমার শীল, মিন্টু পাল, পলাশ রাহা, কাজল কান্তি পাল, রুপেন রায়, রনজিত কুমার শীল, রাখল শীল, রুবেল পাল, নুপুর দাশ, লায়ন ডাঃ বরুন কুমার আচার্য বলাই, মাস্টার অজিত কুমার শীল, প্রনবেশ কুমার বিশ্বাস, আশীষ চৌধুরী, রনজিত শীল প্রমূখ। আসন্ন ২৩ ও ২৪ জানুয়ারি শুভ আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদগীতা মেধানিরূপনী পরীক্ষায় স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান, মাতৃ সম্মেলন ও যুব সম্মেলন, আজীবন, দাতা, পৃষ্ঠপোষক সদস্যদের মিলনমেলা, শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির নির্মাণ কল্পে বিশেষ আলোচনা, সমাজসেবা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুপূজা, মহাশোভাযাত্রা, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্যনাট্য, ধর্ম মহাসম্মেলন ও শঙ্কর মঠ ও মিশন সম্মাননা স্মারক ২০২০ প্রদান অনুষ্ঠান, সংগীতাঞ্জলি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা