পরিস্হিতি২৪ডটকম : নগরীর সম্প্রতি অনুষ্ঠিয় প্রেসকাব ৮ম তলা বঙ্গবন্ধু হলে এশিয়ার জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠানে সমগ্র চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী খ্যাতিমান জ্যোতিষশাস্ত্রবিদ, সমাজের সর্বস্তরের মানুষের সাথে যার অনন্য অবদান তিনি পণ্ডিত শ্রী খোকন চন্দ্র আচার্য্য। পৌরাণিক এই শাস্ত্রের সাথে একান্তভাবে নিজেকে নিয়োজিত রেখে তিনি যেই বৈদিক তত্ত্ব-জ্ঞানানুশীলনের স্বার রেখেছেন, তা স্মরণযোগ্য। সর্বস্তরের জ্যোতিষীবৃন্দের কাছে তিনি জ্যোতিষ-জ্ঞানের পরিধি সুবিস্তৃত। তাঁর জ্ঞানের আলোকছটা গত ১৯৪৪ ইংরেজিতে জন্ম নিয়ে আজ ৫৬ বছর যাবৎ মধ্যম মোহরা আচার্য্য পাড়া যা জ্যোতিষীদের জন্য চির গর্বের, চির অহংকারের। তাঁর স্নেহসুলভ, সহমর্মিতা ও সংবেদনশীল মনোভাব সকলের হৃদয়কে স্পর্শ করেছে, অনুপ্রাণিত করেছে সকল কাজে। সমাজসংস্কারের মহান ব্রত নিয়ে সামাজিক, ধর্মীয় বিবিধ অনুষ্ঠানাদি কার্য্যে তিনি যে আসন অলংকৃত করেছেন, স্বীয় ঔদার্য্য ও অনুসরণযোগ্য প্রেমের সেতুবন্ধন রচনা করেছে। জ্যোতির্ম্ময় জগতে তথা জ্যোতিষ শাস্ত্রের প্রচার ও প্রসারে তাঁর অনন্য ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তিনি আন্তরিকভাবে সকলের সকল কর্মকাণ্ডে সুখ-দুঃখের সাথী ও বন্ধুসুলভ এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি মধ্যম মোহরা শ্রী কৃষ্ণ সংঘ ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উদ্যাপন পরিষদ এর পৃষ্ঠপোষক এবং শ্রী শ্রী নবগ্রহ মন্দিরের প্রতিষ্ঠাতা। এশিয়ার প্রথম জ্যোতিষ সম্মেলনে প্রবীণ পণ্ডিত খোকন চন্দ্র আচার্যকে সংবর্ধিত করা হয়। শ্রী শ্রী নবগ্রহ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি