বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গিবত, মিথ্যা অপবাদ, কুৎসা রটানোর মতো গর্হিত কাজগুলো সমাজকে নষ্ট করে : সীরতুন্নবী (স.)’র ১২শ দিবসে বক্তারা

  প্রকাশ : ২০২০-১১-০৯ ১৮:৪৭:৪০  

পরিস্হিতি২৪ডটকম : আজ(৯ নভেম্বর ২০২০) সোমবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১২শ দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুনতী হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে এদিন আলোচনা করেন পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা হোছাইন আহমদ মাহমুদ ও নেসারিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা নুরুল বারী। বক্তারা বলেন, গিবত, মিথ্যা অপবাদ, কুৎসা রটানো কিংবা কারও সমালোচনা এই গর্হিত কাজগুলো সমাজকে নষ্ট করে, কলুষিত করে এবং পরিবেশ দূষিত করে। আর গিবতের মধ্যে মিথ্যার আশ্রয় বেশি থাকে এবং গিবতের প্রধান উৎস হলো হিংসা। হিংসা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকি ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনো কাঠ ধ্বংস করে।’ আল্লাহতায়ালা আমাদের সবাইকে গিবত, কুৎসা, হিংসা, মিথ্যা অপবাদ ও সমালোচনা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। এর পূর্বে বাদ আছর চুনতী খলিফার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে নাতে রসুল পরিবেশন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার অফিসার মুহাম্মদ বাহরুল আছরার। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক কারী মাওলানা নুর আহমদ ও নাতে রাসুল (স.) পরিবেশন করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র আবদুল্লাহ আল আকরাম হাদী। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা