বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের মা ইলিশ সংরক্ষণ অভিযান

  প্রকাশ : ২০১৯-১০-১০ ১৭:৩৫:৪৩  

পরিস্হিতি২৪ডটকম/(এনামুল হক নাবিদ,আনোয়ারা,প্রতিনিধি): ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ থেকে ৩০ অক্টোবর। এই সময়কালে ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য অধিদফতর সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
মা ইলিশ সংরক্ষণ করার জন্য মৎস্য অধিদপ্তর (৯-৩০ অক্টোবর) বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।বিশেষ করে মা ইলিশ সংরক্ষণ করার জন্য অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণের কর্মসূচী অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অভিযান পরিচালনা করেছে আনোয়ারা মৎস্য অধিদপ্তর।
আনোয়ারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরায় অভিযান কর্মসূচী পরিচালনা করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ডের সদস্যরা।
অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।এই সময় উপস্থিত জেলেদের কে ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ করার জন্য কোন ধরণের ইলিশ না ধরতে আহ্বান করেন।



ফেইসবুকে আমরা