বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

পারর্কী সমুদ্র সৈকতে দেবী দূর্গার বিসর্জন,উৎসব মুখর পরিবেশ পর্যটকদের মাঝে

  প্রকাশ : ২০১৯-১০-১০ ১৭:৩২:৩৯  

পরিস্হিতি২৪ডটকম/(এনামুল হক নাবিদ,আনোয়ারা প্রতিনিধি): হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।ষষ্ঠী থেকে দুর্গাপূজা শুরু হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী, এই তিনদিন সাড়ম্বরে দেবী দুর্গার পূজা করা হয়। অষ্টমীর দিন করা হয় কুমারী পূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে করা হয় সন্ধি পূজা। সব শেষে হয় দশমী পূজা, যা মূলত ‘বিজয়া দশমী’ নামে প্রচলিত।
বিজয়াদশমীর দিন বিসর্জনের পর পূজামণ্ডপের ঈশানকোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতার লতা রেখে এই দেবীর পূজা করা হয়।
শারদীয় দুর্গাপূজাকে বিসর্জনের জন্য আনোয়ারা উপজেলা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধর্মাবলম্বীরা দুপুর থেকে সিএনজি অটোরিকশা, বাস, ট্রাক,বাই সাইকেল,মাইক্রো ইত্যাদি যানবাহন নিয়ে জনসাধারণের ভিড় জমে।
দুপুর নাগাদ প্রতিমা বিসর্জনের জন্য হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে আসলে বিসর্জনের সময় পর্যটকদের মাঝে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরী হয়।
আনোয়ারা উপজেলার পারকী সমুদ্র সৈকতের ‘বিজয়া দশমী’ হিন্দু ধর্মালম্বীদের দেবী দুর্গা প্রতিমা কান্নার মধ্যে দিয়ে সকলে মিলে পারকী সমুদ্রের গভীর জলে বিসর্জন দেওয়া হয়।
সনাতনী ধর্মাবলম্বী ও পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।



ফেইসবুকে আমরা