পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক, আচার্য সমিতির আজীবন সদস্য বিশিষ্ট মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর পিতা পণ্ডিতপ্রবর স্বর্গীয় নিরোদ বরণ আচার্যের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ নভেম্বর মঙ্গলবার সূর্যগিরি আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকালে সমাধি মঠে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সেবা, পণ্ডিতপ্রবর নিরোদ বরণ আচার্যের জীবনাদর্শের উপর আলোচনা সভা। সভাপতিত্ব করবেন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত শান্তিপদ আচার্য। বিশেষ অতিথি থাকবেন পণ্ডিত উজ্জ্বল আচার্য, রতন আচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক অধ্যক্ষ ডা. অর্চনা রানী আচার্য ও নির্বাহী পরিচালক এড. রূপনা রানী আচার্য।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।