বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

AYA ব্লাড ব্যাংকের চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৬-১৮ ১৬:৪৪:৫৭  

পরিস্হিতি২৪ডটকম(এনামুল হক নাবিদ,আনোয়রা প্রতিনিধি) : রক্তে অর্জিত বাংলার মাটি,মানব সেবায় করব খাঁটি। এই স্লোগান কে সামনে রেখে আনোয়ারার সর্ববৃহত সামাজিক সংগঠন আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশন সহযোগী সংগঠন আয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় রায়পুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সোমবার (১৭ জুন) রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এসব কর্মসূচী। কর্মসূচীতে উপস্থিত ছিলেন,উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বারসহ আয়া ব্লাড ব্যাংক ও ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বক্তরা বলেন,
AYA ব্লাড ব্যাংক’ এর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী নিঃসন্দেহে ভাল প্রভাব ফেলবে। সকলে রক্তের গ্রুপ জেনে রক্তদান করলে তা দেশের অসুস্থ রোগীদের ঘাটতি মেটাবে। আমাদের আনোয়ারার জন্য এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবিদার।’রায়পুর ইয়ুথ ক্লাবের সভাপতি মোহাম্মদ সানা উল্লাহ এবং AYA. ব্লাড ব্যাংকের উপদেষ্টা হারুন ইবনে গনি-র তত্বাবধানে,অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।সকাল ৯ টা হতে শুরু হওয়া এই ক্যাম্পেইন বিকাল ৫ টায় শেষ হয়। এতে আগত সকল শ্রেণির লোকজনের থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক আলোচনা ও রক্তের গ্রুপ নির্ণয় ৫০০+ জন,ডায়াবেটিস টেস্ট ২০০ জন, এবং সাধারণ চিকিৎসা নির্ণয় ১০০+ জন করা হয়। অনুষ্ঠানে , শিক্ষানুরাগী, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের সদস্য ও বিশেষ ব্যক্তিবর্গ অংশ নেন। এবং আয়া ব্লাড ব্যাংক এ-র সফলতা কামনা করেন এতে AYA ব্লাড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা হারুন ইবনে গনি, সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি সাইফুদ্দীন আসফাক, সহ সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম ,সায়েম,ডাঃ আরিফ, ডাঃ আইয়ূব, মোঃ ইমরান নাজির,মোঃ তাওহিদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক তানভীরুল হুদা,এইচ এম এ আহাদ,মোহাম্মদ সানা উল্লাহ, প্রচার প্রকাশনা সম্পাদক পারভেজ, মোহাম্মদ তারেক, আরমান প্রমুখ।রায়পুর ইয়ুথ ক্লাবের পক্ষে সহায়তায় ছিলেন, সানা উল্লাহ সহ আরো অন্যান্যরা।



ফেইসবুকে আমরা