বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বই পড়ার মাধ্যমে মানব প্রকৃতিকে নিখুঁতভাবে গঠন করা যায় ও সঠিক পথের দিশা মেলে – পীরজাদা শহিদুল হারুন।

  প্রকাশ : ২০১৯-১২-০৪ ২০:৫৭:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সমতা অর্জিত হয়। পাঠ্যভাস মানবপ্রকৃতিকে নিখুঁত করে এবং তা আবার অভিজ্ঞাতার দ্বারা নিকসিত হয়। প্রকৃত বই পাঠে সঠিক পথের দিশা পাওয়া যায়। মাইজভাণ্ডারী ট্রাস্ট থেকে প্রকাশিত বই সমূহ সঠিক পথ প্রদর্শনের আলোকদিশারী। বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলান শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মানব মুক্তির পথ সুগম করতে আজীবন কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত সৈয়দ হাসান (ম.জি.আ.) মাইজভাণ্ডারী হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানব সেবায়, চিকিৎসা, শিক্ষায়, মানব সম্পদ উন্নয়নে অনন্য নজির স্থাপন করেছেন। নগরীর সার্কিট হাউসে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাশুক মিয়া, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান মিটু, এনডিসি মোঃ মাসুদ রানা, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র মহাসচিব ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমূখ। সৌজন্যে সাক্ষাতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনকে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিক বই ও প্রসপেক্টাস প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা