পরিস্হিতি২৪ডটকম : শোকের মাসের প্রথম দিন ১লা আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা পুরাতন চান্দগাঁও এলাকায় বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র আয়োজনে চান্দগাঁও ল্যাবরেটরি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল ফারুকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাইফুদ্দিন খালেদ সাইফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, বাপউস’র স্থায়ী সদস্য সুরেশ দাশ, ডা. মিলন বারিকদার, চান্দগাঁও ল্যাবরেটরি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান সমন্বয়ক ইমাম হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সামিয়া সুলতানা, আফসানা ইয়াছমিন, ফাহিমা সুলতানা, বৃষ্টি দেবী, প্রলয়, করিম, শা’কা, মনোয়ারা বেগম প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বৃরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এবং জাতির জনকের বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে মাসব্যাপী ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করছেন এবং জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকের মাসের প্রথম দিনে চারা বিতরণ উদ্বোধন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় কাজ। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু ও পরম উপকারী। একমাত্র গাছই পারে বিপন্ন পরিবেশের ভারসাম্য রা করতে। তাই নির্বিচারে বৃক্ষ নিধন নয়। এই গাছের পরিচর্যা করতে হবে। পরিবেশ সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন, মিলেমিশে গাছ রোপণ করে সবুজায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে উজ্জীবিত করি।