বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শেখ রাসেল এর নামে জাতীয় পুরস্কার ঘোষণার দাবি

  প্রকাশ : ২০১৯-০৮-০১ ২০:৫৩:১৩  

পরিস্হিতি২৪ডটকম : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জন্য একটি কলঙ্কময় অধ্যায। নরপশুরা ছোটভাই রাসেলকেও রেহাই দেয়নি। নির্মমভাবে রাসেলকে হত্যা করেছে। বঙ্গবন্ধুসহ পরিবারের সকলকে হত্যা করেছে নরপশুরা। তাই শেখ রাসেলকে প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার জন্য শেখ রাসেলের নামে জাতীয় পুরস্কার ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই। ১ আগস্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন সুজিত দাশ অপু উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টল ইয়ূথ কয়ার মহাসচিব অরুন চন্দ্র বণিকের সভাপতিত্বে ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তান নারগিস ফাতেমা, অভিভাবক ফোরাম সদস্য কোহিনুর বেগম, পপি বড়ুয়া, আজু আলম, পারভীন আক্তার প্রমুখ। অয়োজকদের পক্ষে আগামীকাল ২ আগস্ট বিকাল ৩টায় প্রধানকেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বঙ্গবন্ধু ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা