পরিস্হিতি২৪ডটকম : শের-ই-মহিশুর বা মহিশুরের বাঘ নামে খ্যাত সুলতান ফতেহ আলী খান সাহেব, বাহাদুর খান টিপু সুলতান (টিপু সুলতান) এর ২২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে ৪ মে সন্ধ্যায় পুরাতন চান্দগাঁওস্থ চান্দগাঁও ডেন্টাল কেয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় শের-ই-মহিশুরের জীবনকর্মের উপর আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, প্রাচীন চট্টগ্রাম ইতিহাস সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ, বিশিষ্ট প্রাবন্ধিক-সাংবাদিক নুর মোহাম্মদ রানা, শিক্ষাবিদ রহিম উদ্দিন মাস্টার, মোহাম্মদ আবদুর রহিম, নজরুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল আজিম, শাহাদাত হোসেন। সভার শুরুতে টিপু সুলতানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সভায় বক্তারা বলেছেন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ যোদ্ধা ও শাসক শের-ই-মহিশুর টিপু সুলতানের অবদান রয়েছে। নীতি ও নৈতিকতার মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় অবদান রেখেছেন। যোদ্ধা হিসেবেও তিনি সারাবিশ্বে পরিচিত।
প্রেস বিজ্ঞপ্তি