বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী -২২ অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০২৩-০১-২৪ ১৪:০২:৩৬  

বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী -২২ অনুষ্ঠানে আলহাজ্ব নজরুল ইসলাম চেীধুরী : শিক্ষা বিস্তারের মাধ্যমে মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী সমাজের প্রত্যাশিত পরিবর্তন ঘটাতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রেখেছিলেন

পরিস্থিতি২৪ডটকম : অবিভক্ত ভারতীয় উপমহাদেশের বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক, প্রখ্যাত সাহিত্যিক, মুসলিম বাংলা সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নিঃস্বার্থ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মরহুম মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল এস. জেড উচ্চ বিদ্যালয়ের ৬২ বছরপূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী – ২২ গত ২১ জানুয়ারী -২৩ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
ইশতিয়াক মুহাম্মদ ফরহাদ এর সভাপতিত্বে ও এ.কে.এম আবু ইউসুফ, রুমানা আফরোজ রুমি,আফসানা ফাইরুজ, ও মঈনুদ্দিন জুয়েলর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংসদীয় আসন ১৪ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এম.পি।

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সাবেক শিক্ষক নদী ও পানি বিজ্ঞানী ড. অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী, স্বাগত বক্তব্যে রাখেন সদস্য সচিব আতিক উল্লাহ খান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্রাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, মোটিভেশনাল বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেলা ও দায়রা জজ সাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, বাংলাদেশ পুলিশ এর ডিআইজি আবুল ফয়েজ,চট্টগ্রাম শিক্ষাবোর্ডর বিদ্যালয় পরিদর্শক ড. বিল্পব গাঙ্গুলি, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া,জেএমজির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, এসি বাজারের সত্বাধিকারী জোনাব আলী,কবি সাংবাদিক অভিক ওসমান, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ূম চোধুরী,৪নং বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী,৫নং বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু,বীর মুক্তিযোদ্বো হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন জনু, সাবেক শিক্ষক ব্রজহরি চৌধুরী,সাবেক শিক্ষক বাবু গনেশ চন্দ্র ভট্টচার্য্য।

এতে আরো উপস্থিত ছিলেন মোজাহের মাষ্টার, আবু নাছের কাজেমি,প্রফেসর হাসানুল আলম,মোতাহের মিয়া চেীধুরী, ডা. মোহাম্মদ সাইফুদ্দীন, সেলিম উদ্দীন সবুজ, লায়ন সেলিম সিকদার, আরিফ মঈনুদ্দীন,আকতার ফারুক, আবু হেনা,সাইফুর রহমান,ডা. নুরুল আবছার,শহীদুল ইসলাম বাবু,শিক্ষক ফরহাদ হোসেন,শিক্ষক এনামুল হক,গিয়াস উদ্দীন চেীধুরী, দিদারুর রশীদ,ডা. এইচ.এম.আজগর আলী, নার্গিস আকতার,জাবেদ মো: গাউস মিল্টন,প্রকেীশলী নাজিম উদ্দীন, আবু তাহের, মুরিদুল আলম,মো: ইকবাল হোসেন, মো: নিজাম উদ্দীন চেীধুরী,নুরুদ্দীন নোমান,গোলাম সরওয়ার পেয়ারু,আনছারুল হক,গিয়াস উদ্দীন,আরফাত রহমান রাশেদ,জিল্লুর রহমান খোকা,ফয়সাল নিজাম সজীব,প্রকেীশলী নজরুল ইসলাম চেীধুরী,মেজবাহ উদ্দীন খান মামুন,মো: সাইফুদ্দীন,সালেহ জঙ্গী চেীধুরী,সালাউদ্দীন সুমন, মো: মিজানুর রহমান মুকুল,গাজী বোরহান উদ্দীন,আমজাদ হোসেন শিপন,মঈন উদ্দীন, মো: দাউদ হাসান,তানভীর মাহমুদ চেীধুরী, শওকতুল ইসলাম,মোহাম্মদ বোরহান উদ্দীন,ওয়াহিদ মুরাদ,ইয়াসির আরাফাত হিমেল,মেশকাত সাদেক, সাইফুদ্দীনসহ সহশ্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভূমিদাতার পরিবার,বীর মুক্তিযোদ্ধাদের ও সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় এবং দিনব্যাপী নানান বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।‌অনুষ্ঠানে প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, মনিরুজ্জামান ইসলাসাবাদী ছিলেন একজন ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাজনীতিবিদ, গোঁড়ামিমুক্ত ধর্মীয় নেতা, নিরলস কর্মী, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী, অনন্য সমাজসংস্কারক, চিন্তাবিদ, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দাতা ও সমন্বয়কারী। নিজের ভোগ-বিলাস পরিহার করে দেশ ও দেশের স্বার্থে কাজ করে পরহিতব্রতে স্বীয় জীবন নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন।শিক্ষা বিস্তারের মাধ্যমে মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী সমাজের প্রত্যাশিত পরিবর্তন ঘটাতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রেখেছিলেন । আজ তারই প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। অনুষ্টানে বক্তারা আরো বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। বাস্তবতার নিরিখে শিক্ষাকে প্রতি পদক্ষেপে খাটাতে হবে এছাড়াও সমাজকে দুর্নীতি, মাদক, এবং সন্ত্রাস মুক্ত করতে গেলে সমাজের সবাইকে এগিয়ে এসে একসাথে সমাজ সংস্কারের কাজ করতে হবে। একক প্রচেষ্ঠায় কখনো সমাজ সংস্কার সম্ভব নয়। পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা