বাংলাদেশ, , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

  প্রকাশ : ২০২১-০৮-১৫ ১৩:২৭:০৭  

পরিস্থিতি২৪ডটকম: মহান জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় আন্দরকিল্লা সিটি কর্পোরেশনস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাপউস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, সিএইচআরসি’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, বাপউস’র চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া, বাপউস’র সদস্য লায়ন আবু তাহের, শহিদুল ইসলাম চৌধুরী, অনুতোষ দত্ত বাবু, গিয়াসউদ্দিন তালুকদার আদর, মোহাম্মদ কামাল উদ্দিন, অরূপ দত্ত, সোহাগ বড়ুয়া, ভাগ্যধন বড়ুয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাচীন এই বাঙালি জাতিকে জাতিগত উত্তরণে এবং মহান স্বাধীনতা প্রদানে মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালজয়ী বাঙালিতে পরিণত হয়েছে। তাঁর অবদান এ জাতি কখনো ভুলবে না।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা