পরিস্হিতি২৪ডটকম/চন্দনাইশ প্রতিনিধি : “এইচআইভি পরীক্ষা করুন: নিজেকে জানুন” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে চন্দনাইশের বরমা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ১ ডিসেম্বর শনিবার বিশ্ব এইডস দিবস ২০১৮ খ্রিস্টাব্দ উদ্যাপন করা হয়। বরমা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ হতে উত্তর বাইনজুরী প্রাথমিক বিদ্যালয় কালিরহাট প্রদক্ষিণ করে মধ্যম বাইনজুরি গ্রাম হয়ে আবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে র্যালী শেষ হয়। র্যালীর পর কারিতাস প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প এর সহকারি মাঠ কর্মকর্তা মিসেস্ জসিন্তা দাশ সার্বজনীন প্রার্থনা মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কারিতাস প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের বরমা ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।প্রধান অতিথি ছিলেন ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম। আলোচনা সভায় সঞ্চালনা করেন বরমা ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সম্পাদক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: সোলাইমান খাঁন, প্যানেল চেয়ারম্যান মো: আবু জাফর, ইউপি সচিব রাজীব মিত্র, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটর চন্দন দে, কারিতাসের চন্দনাইশ উপজেলা মাঠ কর্মকর্তা (সিএমএফপি) কারিতাস মো: মহিউদ্দিন, প্যাট্রিক গোমেজ, ভিনসেন্ট ত্রিপুরা ও জসিন্তা দাশ, সুপায়ন তালুকদার, ইউপি সদস্য দিলীপ ভট্টাচার্য্য, অমর কান্তি ভট্টাচার্য্য, রত্না দেব, মনোয়ারা বেগম, সেলিম উদ্দিন, উক্ত সভায় আনুমানিক ৯৩ জন পুরুষ-মহিলা উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন এবারে প্রতিপাদ্য বিষয় উপর “এইচআইভি পরীক্ষা করুন: নিজেকে জানুন” মুলভাব আলোকে আলাকপাঠ করেন – এইডস প্রতিরোধের জন্য সবাইকে সচেতন হতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, সুঁই বা সিরিঞ্জ একবার ব্যবহার করা, রক্ত পরীক্ষার নিরীক্ষা মাধ্যমে আদান প্রদান করা, অবৈধ মেলামেশা থেকে বিরত থাকা, এইডস রোগীদের সঠিক চিকিৎসা করা। সমাজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা করা। উপরোক্ত বিষয়ের প্রতি সচেতন হলে এইডস/এইচআইভি হতে সমাজ রক্ষা পাবে।