পরিস্হিতি২৪ডটকম : নগরের বিভিন্ন হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টারের মালিকদেরকে সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়ার বিষয়ে সিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের পক্ষ থেকে দেশ ও জাতির স্বার্থে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।
সিএমপি সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম হতে পারে এমন স্থানে সামাজিক অনুষ্ঠান স্থগিত রাখতে বলা হয়েছে। ১৯ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, শুধু নিজে সচেতন হলে হবে না। জনসমাগম এড়িয়ে চলতে হবে। চট্টগ্রামে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
সম্ভব হলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।