বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

৫ দিনের ফ্যাশন ফেস্টের উদ্বোধনকালে কামরুন মালেকমেয়েরা এখন আর ঘরে বসে নেই

  প্রকাশ : ২০১৯-১২-০৪ ২১:৪৩:০৭  

পরিস্হিতি২৪ডটকম : বুধবার (৪ ডিসেম্বর) উইম্যান চেম্বারের ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলার প্রদর্শনী হলে ৫ দিনের ফ্যাশন ফেস্টের উদ্বোধনকালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর কামরুন মালেক বলেন,একসময় চট্টগ্রামের মেয়েরা রক্ষণশীল থাকলেও এখন আর ঘরে বসে নেই। এখানে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছেন। সবার সহযোগিতা পেলে নারীরা যোগ্যতা ও মেধা দিয়ে অনেক দূর যেতে পারবে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান প্রমুখ। উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপের অ্যাডমিন নিলুফা আক্তার, রুপা ও লুৎফুন্নেসা রুম্পা।

৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফ্যাশন ফেস্ট। এতে পার্লার, বুটিকস, প্রসাধন, অলংকার, জুতা, ব্যাগ, মেহেদিসহ নানা ধরনের ঘরোয়া খাবারের স্টল রয়েছে।



ফেইসবুকে আমরা