বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার ও বিমান জব্দ

  প্রকাশ : ২০১৯-১১-২৩ ১৬:০৮:২৮  

পরিস্হিতি২৪ডটকম : শনিবার (২৩ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ভেতর থেকে চার কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানের আসনের নিচ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিমানটিও জব্দ করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস হাউসের সদস্যরা। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ভোর ৬টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাইট ‘বিজি-০৪৮’ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ফ্লাইটটি দুবাই থেকে এসে বোর্ডিং ব্রিজ নং-৬ এ অবতরণ করেছিল।

বিমানের ১৫ নম্বর আসনের নিচে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৬৪০ গ্রাম। আর বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানটি জব্দ করা হয়েছে।



ফেইসবুকে আমরা