বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৭

  প্রকাশ : ২০১৯-০৭-২৩ ১৭:৪৫:১৯  

পরিস্হিতি২৪ডটকম : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে হোটেলের কাছে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সোমালিয়ার মেডিকেল সোসাইটি ভয়েস অব আমেরিকার সোমালি সার্ভিসকে এ কথা জানিয়েছে।

মোগাদিশুর কেন্দ্রীয় হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ জানান, আরও ২৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, মোগাদিশুর ব্যস্ত কে-ফোর জংশনের কাছাকাছি একটি হোটেলের সামনে সন্দেহভাজন আত্মঘাতী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশও।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়িটি নিরাপত্তা চেকপয়েন্ট থেকে ঘুরে এসে বিস্ফোরণ ঘটায়। চেকপোস্টটি মোগাদিশুর অ্যাডেন আব্দুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে চলে গেছে।

আল-শাবাব জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে। আল-শাবাবের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার মাত্র চারদিন পর এ বিস্ফোরণ ঘটানো হলো।

বৃহস্পতিবার রাতে লোয়ার শ্যাবেল অঞ্চলের কুনিও ব্যারো শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান থেকে আল-শাবাবের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান মোহাম্মদ নূর ইখলাসকে গুলি করে হত্যা করা হয়।



ফেইসবুকে আমরা