পরিস্হিতি২৪ডটকম : নগরীর কাতালগঞ্জস্থ কনকচাঁপা ভবন মিলনায়তনে নুরে রহমান হযরত গোলামুর রহমান শাহ প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবার স্মরণে আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা-মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (স) শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ম.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাইজভাণ্ডার শরীফ ওহাব মঞ্জিলের সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ আতিক মাইজভাণ্ডারী, আলহাজ্ব আখতারুজ্জামান, গরীব উল্লাহ শাহ (র.) মাজার পরিচালনা কমিটির যুগ্ম মোতোয়াল্লী সফর আলী, ইফতেখার চৌধুরী, সৈয়দ নাজমুল, মাওলানা আবু বক্কর, আহমদ ভাণ্ডারের সাজ্জাদানশীন সৈয়দ এনায়েত উল্লাহ (ম.), এইচ এম রোজউল, কাজী মাওলানা তৈহিদুল আলম আলকাদেরী, এডভোকেট মোহাম্মদ আসিফ, জিল্লু রহমান, মনছুর আহমদ, মোহাম্মদ ইয়াছিন, আবদুর রহিম, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ এমরান হোসেন। আরো উপস্থিত ছিলেন, কুতুব উদ্দিন, বখতেয়ার আরমান, সাইফুল আলম রুবেল, মোহাম্মদ ইয়াছিন আমিন, সোহেল আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আহমদ উল্লাহ, মোহাম্মদ সাইফুল আলম প্রমূখ। আলোচনা সভা শেষে গরীব-দুস্থ শীতার্থদের মাঝে ১০০০ পিস কম্বল বিতরণ করা হয়। শাহসুফি আলহাজ সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ম.জি.আ) বলেন, দুঃস্থ মানুষের সেবা করা নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব বোধ ধর্মীয় রীতির অংশবিশেষ। সমাজের বিত্তবানেরা যদি দুঃস্থদের সেবায় এগিয়ে আসে এই সমাজ ব্যবস্থা আরো সুন্দর ও সাবলীল হবে। দুর হবে সকল অসঙ্গতি। প্রত্যেকের উচিত দুঃস্থদের পাশে দাঁড়ানো।
প্রেস বিজ্ঞপ্তি