বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে ধর্ম সভা অনুষ্টিত

  প্রকাশ : ২০২০-০১-১৮ ১৮:৩৯:৫৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর পূর্ব দাশ পাড়ায় কল্পতরু সংঘের উদ্যোগে শ্রীশ্রী সার্বজনীন ঠাকুর রাম চন্দ্রদেব এর স্মরণে ৫৩ তম ধর্ম সভা ও অষ্টগ্রহরব্যাপী মহানামযজ্ঞ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জ্বালাকুমারীর ও শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের নব নির্মিত মন্দির উদ্বোধন করা হয়। পৌরহিত্য করেন কৈবল্যধাম মন্দিরের পৌরহিত রনজিত চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব দাশ পাড়া পঞ্চায়েত কমিটির প্রতিনিধি জগদীশ দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগবতীয় বক্তা ও তীর্থ পরিব্রাজক শচী নন্দন গোস্বামী। বক্তব্যে তিনি বলেন, শ্রী ঠাকুর রামচন্দ্র দেব সনাতন ধর্মকে মানুষের দোরগোড়ায় শুদ্ধ ধর্ম চর্চায় সঠিক পথ দেখিয়েছেন। ঠাকুরের অমূল্যবাণী আত্মজ্ঞানই জীবের মুক্তি। তিনি অসম্প্রদায়িক চেতনায় মহাপুরুষদের কিংবদন্তি ছিলেন। কুসংস্কার ও বৈষম্যহীন সমাজগঠনে তিনি আজীবন কাজ করে গেছেন। আমাদের উচিত রামচন্দ্র দেবের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণ চর্চা করা।স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক পঙ্কজ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন চসিক কমিশনার নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববীদ তন্ময় ধর। রতন কুমার দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক সুজন আচার্য, তপন দাশ, সুজন দাশ ভুট্টু, জয়দাশ জেমসেন, অনিচন্দ্র দাশ, কিশোর সরকার।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা