বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

ইউএসটিসি’র শিক্ষকের গায়ে কেরোসিন দেওয়া সেই ছাত্র বহিষ্কার

  প্রকাশ : ২০১৯-০৭-১১ ১৪:৫৩:৩১  

পরিস্হিতি২৪ডটকম : ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্র মাহমুদুল হাসানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএসটিসির প্রক্টর নুর-ই-আলম সিদ্দিকী।
অধ্যাপক মাসুদ মাহমুদকে লাঞ্ছিত ও গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় ইউএসটিসি কর্তৃপক্ষের পদক্ষেপ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর এস এম সোয়েব, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আবদুর রশিদ ও বৈশাখী বিশ্বাস।
সংবাদ সম্মেলনে নুর-ই-আলম সিদ্দিকী জানান, কেরোসিন দেয়ার ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। অভিযুক্তরা হলেন- মাহমুদুল হাসান, মাইনুল আলম, শেখ রাসেল ও মো. আরিফ হোসেন। এদের মধ্যে মাহমুদুল হাসান কেরোসিন দেয়ার ঘটনায় জড়িত থাকায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। বাকিদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।



ফেইসবুকে আমরা