বাংলাদেশ, , সোমবার, ১৩ মে ২০২৪

শাহ-ই- জাহান চৌধুর ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন : মোছলেম উদ্দিন আহমদ

  প্রকাশ : ২০২০-১২-০১ ১৭:১৫:২০  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল ৩০ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা শাহ-ই-জাহান চৌধুরী’র নাগরিক শোক সভা বিকাল ৩টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডা: আবু ইউসুফ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক শোক কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, বন ও পরিবেশ সম্পাদক এড. মুজিবুল হক, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ জাহান চৌধুরী খোকন, এড. জাহানারা আকতার পান্না। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য সিদ্দিক বি.কম, মাহাবুবুর রহমান শিবলী, মৌলভী নুর হোসেন, চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদাত আলম, যুবলীগ নেতা হাসান মুরাদ চৌধুরী, আতাউল আল আজাদ, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন আরিফ, দাউদ মানিক, জোবায়ের, মনির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে নীতি আদর্শের প্রশ্নে আপোষ করেননি মরহুম শাহ-ই-জাহান চৌধুরী। অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছেন তিনি। তাঁর মতো আদর্শবান রাজনৈতিক কর্মী এখন খুবই অভাব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেককেই মন্ত্রী, এমপি বানিয়েছেন কিন্তু দলীয় কোন দায়িত্ব দেননি। পিতার মতো দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন করেছেন তিনি। প্রধান অতিথি আগামীতে এই ত্যাগী নেতার একটি শোক সভা বাঁশখালীতে করার আহ্বান জানান।
প্রধান বক্তা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এই আপোষহীন লড়াকু সৈনিক মৃত্যুর আগ পর্যন্ত নিজের চেয়েও দলের নেতাকর্মীদের জন্য বেশি সময় ব্যয় করেছেন। তিনি বর্তমান প্রজন্মকে তাঁর নীতি-আদর্শকে অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মফিজুর রহমান বলেন, হাইব্রিড আওয়ামী লীগ দিয়ে দলের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে না। দল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হলে শাহ-ই-জাহান চৌধুরী’র আত্মা শান্তি পাবে। তিনি আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা