বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

  প্রকাশ : ২০২১-০২-২৭ ১৫:৩৫:০৪  

পরিস্হিতি২৪ডটকম : চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এসব দাবিতে গত মঙ্গলবার সকালবেলা শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযোদ্ধা সন্তানরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে পুলিশ কর্তৃক বর্বরোচিত জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে আহত করার প্রতিবাদে আজ ২৬ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির আয়োজনে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সভাপতি মো: কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন রুবেল, মহানগর সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিভাগী কমিটির সিনিয়র সহ সভাপতি মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর কমিটির সদস্য সচিব জুয়েল আহমদ তাজবী, দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান, নুরুদ্দিন মোহাম্মদ নোমান, শামসুন নাহার, ফুল, উজ্জ্বল শর্মা, আনিসুজ্জামান, রেজাউল, জুয়েল, মোছলেম উদ্দিন, সাগর, সুজন চৌধুরী ও চট্টগ্রাম জেলা বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধার সন্তানগন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সন্তানদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা, হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দান ইত্যাদি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা