বাংলাদেশ, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিনের শোক সভায় বক্তারা : মহান মুক্তিযুদ্ধে ও গ্রামীণ সাংবাদিকতায় জামাল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে

  প্রকাশ : ২০১৯-১১-২১ ২০:২৫:১৬  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ সাংবাদিক সমিতি ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সদস্য, লোহাগাড়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা, চারণ সাংবাদিক মোঃ জামাল উদ্দিনের শোক সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ও গ্রামীণ সাংবাদিকতায় সাংবাদিক মোঃ জামাল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আগামী প্রজন্ম তাঁর রেখে যাওয়া অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশকে স্বাধীনতার জন্য এবং স্বাধীনতা পরবর্তীতে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় লেখনীর মাধ্যমে মোঃ জামাল উদ্দিন অবদান রেখেছেন। দক্ষিণ চট্টগ্রামের প্রান্তিক জনপদের পাহাড়ী গোষ্ঠী, নদী ভাঙ্গনের শিকারে জনগণ, জেলে, তাঁতী, কৃষক ও অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক অধিকারের কথা তাঁর লেখনী ও ফটোফিচারের মাধ্যমে তুলে ধরেছেন পত্র-পত্রিকায়। দীর্ঘ তিন যুগেরও অধিক সময় তিনি গ্রামীণ সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বাংলাদেশ ও বাংলাদেশের গ্রামীণ সাংবাদিকতার ইতিহাসে চারণ সাংবাদিক হিসেবে জামাল উদ্দিনের কথা জাতি স্মরণ রাখবে চিরকাল। গতকাল (২১ নভেম্বর ২০১৯) বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর শহীদ মিনার সংলগ্ন ইসলামাবাদ হোটেল মিলনায়তনে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিনের শোক সভা ও দোয়া মাহফিল বিশিষ্ট ইতিহাসবেত্তা ও সাংবাদিক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় জামাল উদ্দিনের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, প্রিমিয়ার হাসপাতালের জিএম মোহাম্মদ আবু বক্কর, রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম তালুকদার, চকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অমর কান্তি দত্ত, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, ডাঃ এস.এম. মহিবুল আলম, রাজনীতিবিদ ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আবদু রহিম, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, বরমা প্রেসকাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, মোহাম্মদ তরিকুল ইসলাম, শিশুবাগ প্রকাশনীর পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী, মামুনুর রহমান সৈকত, প্রাবন্ধিক এস.এম.ওসমান, ডাঃ রঞ্জন দে, মোহাম্মদ জাবেদুল ইসলাম, আলমগীর হোসেন, দয়াল হরি চৌধুরী, অনুতোষ দত্ত বাবু, মোহাম্মদ পারভেজ আলম প্রমূখ। শোক সভার শুরুতে মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জামাল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম তালুকদার। উল্লেখ্য যে, সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন ১১ নভেম্বর ভোরে চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলাস্থ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা