বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বিমান

  প্রকাশ : ২০১৯-০৯-১৭ ১৮:৩৯:২৮  

পরিস্হিতি২৪ডটকম : খোলা মাঠে ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিমান। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ডিআরডিও’র মানবহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।

ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা।

চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ এর ভেঙে পড়ার খবর মিলেছে। পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয় এদিন। খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা মাঠের ওপর জড়ো হন। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয়া হয়। পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।

তথ্যসূত্র: নিউজ ১৮, বিজনেস স্ট্যান্ডার্ড।



ফেইসবুকে আমরা