বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

ভূমধ্যসাগর থেকে ২৪২ অভিবাসী উদ্ধার

  প্রকাশ : ২০১৯-০৭-২৭ ১৬:৪০:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : মরক্কোর নৌবাহিনী সাব-সাহারান আফ্রিকার ২৪২ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা স্পেনে যাওয়ার জন্য ছোট ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিল। শুক্রবার রাতে মরক্কোর সরকারি বার্তা সংস্থা একথা জানায়।

সূত্র মতে, অভিবাসীদের বিভিন্ন ছোট নৌকা থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫০ জন নারী ১২ শিশু রয়েছে। নৌকাগুলো ঝুঁকির মধ্যে পড়েছিল।

বার্তা সংস্থাটি জানায়, ‘অভিবাসীদের নিরাপদে বন্দরে নেয়া হয়েছে। এদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছরের এখন পর্যন্ত এ ধরনের ১৫ হাজারের বেশি অভিবাসী স্পেনে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ১২ হাজারই সমুদ্র পথে যাওয়ার চেষ্টা করে। এ প্রচেষ্টায় ২শ’র বেশি লোক মারা যায়।

অভিবাসীদের প্রবাহ থামানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন মানব পাচারকারীদের লাগাম টেনে ধরার প্রচেষ্টায় সহযোগিতা করতে গত বছর মরক্কোকে ১৪০ মিলিয়ন ইউরো দেয়।-এএফপি



ফেইসবুকে আমরা