বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

ভূজপুর থানায় পূজা পরিক্রমায় বিভাগীয় কমিশনার : সর্বজনীন দুর্গাপূজার সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য উত্তরাত্তর বৃদ্ধি পায়

  প্রকাশ : ২০১৯-১০-১০ ১৭:১৪:২৭  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর থানা শাখা শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে মহা সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। ভূজপুর থানা বাগানবাজার রামগড় থেকে উদালিয়া চা বাগান পর্যন্ত মোট ৪১টি পূজা মণ্ডপে সুন্দর ও সুসজ্জিতভাবে শারদীয় দুর্গাউৎসব পালন করা হয়। নারায়নহাট নন্দী বাড়ীতে বিভাগীয় কমিশনার জনাব আব্দুল মন্নান, ফটিকছড়ি উপজেলার মাননীয় মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার (সনি), উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরেফিন, আইন শৃঙ্খলা কমিটি সকল কর্মকর্তা উপস্থিতে ছিলেন ফটিকছড়ি উপজেলার মাননীয় মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার (সনি), প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, মো. হারুন, আবু তালেব, মো. রুস্তম আলী, শারদীয় দুর্গাউৎসব এর মন্ডপ পরিক্রমা করেন প্রতিটি মন্ডপের সৌন্দর্য্য ও সার্থকতা সফলতা কামনা করেন। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এস.এন্ড ডি ফাউন্ডেশন ট্রাস্ট এর চেয়ারম্যান দিলীপ মজুমদারের সহযোগীতায় দরিদ্র, দুস্থ পরিবারে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূজপুর থানা শাখার সভাপতি পণ্ডিত শ্রী লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল, এডভোকেট তরুণ কিশোরদেব আন্তর্জাতিক সংকর মঠ মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব কুমার চৌধুরী, কেন্দ্রীয় কমিটির কল্লোল সেন, দেব প্রসাদ দেব সহ পূজা পরিষদের সকল নেতৃবৃন্দ সহ সভাপতি, তপন কান্তি কর্মকার, বাবলা দে, এড. মিহির দে, কেশব দে, সঞ্জয় দে, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক তড়িৎ সেন, বিকাশ শীল, এডভোকেট জনি চৌধুরী, জনি দে, অপু দে, মাদল নাথ, প্রকাশ আচার্য, প্রভাষক চুয়েটের রাতুল কুমার শীল, অধ্যাপক রুপন দাশ, অমর দে, রাজীব চক্রবর্তী, শ্যামল নাথ, রনজিত দাশ, বাবুল দত্ত, বিশু দত্ত সিকদার, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ডাঃ বিজন দে, সুব্রত দে, ইমন পাল, শিমুল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সফল সাবেক সভাপতি বাবুল কান্তি দে, জ্যোশ্চিরানন্দ গীতা মন্দিরে ভূমিদাতা চিত্ত রঞ্জন শীল, ডাঃ বিকাশ শীল, যীশু চন্দ্র দে, নিউটন দে, যুগ্ন সম্পাদক দিলীপ কুমার নম, রনজিত পাল সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন কমিটি আঞ্চলিক কমিটির সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ ও ভক্ত প্রাণ সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ডাঃ লীধন ত্রিপুরা, মুমু ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা। উক্ত পরিদর্শনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ ব্যক্তিদের ও আইন শৃঙ্খলা কমিটির কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহযোগিতায় শারদীয় দূর্গাপুজা অনষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা