বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বোরহানউদ্দিনের সহিংস ঘটনায় হ্যাকারদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রকাশ : ২০১৯-১০-২৪ ২১:৪৭:১৫  

পরিস্হিতি২৪ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার বোরহানউদ্দিনের সহিংস ঘটনায় সংশ্লিষ্ট হ্যাকারদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে। বৃহস্পতিবার তিনি জানান, ঘটনার পরপরই ফেসবুকের কাছে জরুরিভাবে হ্যাকিং সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি।

মন্ত্রী আরও জানান, হ্যাকিং ঘটনায় জড়িত ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও ফেসবুকের কাছ থেকে পাওয়া তথ্যে যাচাই করে প্রকৃত অপরাধীকে শনাক্ত এবং খুব দ্রুত সময় গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত রবিবার ধর্ম অবমাননার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। পুলিশসহ আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে রাজিব ও সজীব নামে দুইজনকে গ্রেফতার করেছে।



ফেইসবুকে আমরা