বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত শিল্পী বাবুল আচার্যের মৃত্যুতে সূর্যগিরি আশ্রম শাখার শোক

  প্রকাশ : ২০১৯-০৮-২৭ ১৮:২৮:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য,সাবেক ইউপি সদস্য বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে নিজ বাড়িতে ২৫ আগস্ট রাত ১১.২০ ঘটিকায় পৃথিবীর সকল মায়া ত্যাগ করে বাবুল আচার্য পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি রেখে যান স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী। ৫ ভাই ১ বোনের মধ্যে সকলের বড় ছিলেন বাবুল আচার্য। সোমবার দুপুর ১১.০০ ঘটিকায় তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে ফটিকছড়ি হাইদচকিয়া মাইজভাণ্ডারী গাউসিয়া সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে বোয়ালখালীর স্বপ্নকুড়ি, আলোকিত বোয়ালখালী, সমাজকল্যাণ সংস্থা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা