বাংলাদেশ, , রোববার, ১৯ মে ২০২৪

বিজয়৭১ এর আয়োজনে বিজয় দিবসের আলোচনায় সাবিহা নাহার মুসা : বিজয় দিবস আমাদের এগিয়ে চলার প্রেরণা

  প্রকাশ : ২০১৯-১২-১০ ১৯:১৭:১৭  

পরিস্হিতি২৪ডটকম : মুক্তিযুদ্ধের চেতনায় ও অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুজিব আদর্শের সংগঠন বিজয়৭১ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলে এক আলোচনা সভা গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর সুপ্রভাত হলে সংগঠনের কার্যকরী সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিহা নাহার মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা যুবকমান্ড চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন গভর্ণর লায়ন সেতারা গাফ্ফার, গৃহায়ন লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, ট্রাস্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশের চেয়ারম্যান মাসুদা বিলকিস। সভায় বক্তারা বলেন, বিজয় দিবস আমাদের এগিয়ে চলার প্রেরণা। এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাওয়া বিজয়ের আনন্দ যেমন বেশি, ঠিক তেমনি দায়িত্বটাও অনেক বেশি। আর তাই এগিয়ে আসতে হবে তরুণদের। যারা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে পারে। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ শুধু ১৬ ডিসেম্বরে আবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে নিজ কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারলেই ভবিষ্যত প্রজন্মের জন্যে গড়ে তোলা যাবে একটি সুন্দর বাংলাদেশ। বিজয়ের প্রেরণাই হোক আমাদের এগিয়ে চলার মূল প্রত্যয়। আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানেন না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী সৈয়দা শাহানা আরা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি স.ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, বীরমুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীরমুক্তিযোদ্ধা অনিমা কামাল, বীরমুক্তিযোদ্ধা এস.এম. লেয়াকত হোসেন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা