বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বান্দরবানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ

  প্রকাশ : ২০১৯-০৭-২৯ ১৬:৫৭:০৯  

পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি): নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯জুলাই) সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টনমুহুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, প্রেস কাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী পুরুষরা।

এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকেই আল্লাহপাক সৃষ্টি করেছেন। এর মধ্যে একেক জনকে একেকভাবে সৃস্টি করেছেন। এর মধ্যে অনেকে সুস্থ ও অনেকে প্রতিবন্ধী হয়। তিনি বলেন, প্রতিবন্ধী বা স্বাভাবিক যাই হোকনা কেন, তাদের সকলের প্রতি যত্মশীল হতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ ছেলে মেয়েদেরমত লেখাপড়া ও সকল কাজে এগিয়ে যাচ্ছে। এসময় তিনি অন্য সকল শিশুদেরমত প্রতিবন্ধী শিশুদের প্রতিও বিশেষ নজর রাখার আহবান জানান।

আজ বান্দরবান জেলার মোট ৩০জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৫হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা