পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাকলিয়া থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর কে বি আমান আলী রোডের মেরন সান স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে গত শুক্রবার বিকাল তিনটায় শাখার আহ্বায়ক ডা. তপন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ চৌধুরী। অলক দাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. অপূর্ব ধর, দিলীপ মজুমদার, ডা. লিটন বিশ্বাস, ডা. এস কে পাল (সুজন) সমীর চক্রবর্তী,পন্ডিত ড. রাজ কুমার আচার্য (রাজু), তুষার চৌধুরী, তুষার মজুমদার, সুকুমার দাশ সুমন শীল, সুমন দাশ, ডা. অনিমা পাল,পারুল ধর, আন্না দেওয়ানজী, বটন নন্দী,লাভলী দাশ, অধ্যাপক তপন কুমার নাথ, সমীর চৌধুরী, স্বপ্না চক্রবর্তী, ডাক্তার সরোজ তালুকদার, বিকাশ বড়ুয়া, অমরেন্দ্র দেওয়ানজী, ফনি ভূষণ সুশীল, আবৃতি শীল, রতন চক্রবর্তী, প্রভাষক সুজন কান্তি দত্ত, প্রদীপ পাল প্রমূখ।সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজের অবস্থানকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ কে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। যাতে বর্তমান সরকারের ধারাবাহিকভাবে উন্নয়নযজ্ঞে সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকান্ড চালিয়ে যেতে পারে এবং যে কোন দাবি আদায়ে একযোগে কাজ করতে হবে। বর্তমান বাংলাদেশের সকল নাগরিক ধর্মীয় রীতিনীতি মেনে স্বাধীনভাবে যেন চলতে পারে তার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। উক্ত সভায় ২০১৯-২১ ইং সনের ডা. তপন চন্দ্র দাশ কে সভাপতি ও ডা. লিটন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১ জন বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি