বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ব্যাংকের কাছে ৪ শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে দুদকের চিঠি

  প্রকাশ : ২০১৯-১০-৩০ ১৮:৩৩:১৪  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক নির্দিষ্ট হিসাবগুলোর তথ্য চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংকে।

দুদকের চাওয়া হিসাব বিবরণীর তালিকায় ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ও ব্যাংকের ঋণ খেলাপিদের নাম রয়েছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থায় অনিয়মের দায়ে অভিযুক্ত, ব্যবসা ও দুর্নীতির অভিযোগ রয়েছে এমন রাজনীতিক ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত এই ব্যাংক হিসাবগুলো দুর্নীতির অভিযোগে জব্দ করার নির্দেশ রয়েছে দুদকের।

এছাড়া চলমান ক্যাসিনো বাণিজ্যে জড়িতদের অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছে তা পর্যালোচনার জন্যও এই তথ্য প্রয়োজন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের শুরু থেকে অনেক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ ছিল দুদকের।

এর আগে, গত সোমবার জাতীয় সংসদের হুইপ শামসুল হত চৌধুরী, নুরুন্নবী চৌধুরী শাওনসহ অর্ধশতাধিক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক।



ফেইসবুকে আমরা