বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ একই দিনে তিনটি স্বর্ণ পদক জিতেছে

  প্রকাশ : ২০১৯-১২-০৭ ১৯:৩৫:০৬  

পরিস্হিতি২৪ডটকম : এসএ গেমসে সোনার পদক জিতে চলেছে বাংলাদেশ। শনিবার এখন পর্যন্ত তিন তিনটি পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে। এর মধ্যে দুটি ভারোত্তোলন, আরেকটি ফেন্সিংয়ে সোনার পদক এসেছে।

শনিবার নেপালের পোখারায় এসএ গেমসে ভারোত্তোলনে প্রথম সোনার পদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে।

এরপর একই ক্যাটাগরিতে সোনার পদক জেতেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন তিনি।
ফেন্সিংয়ে সোনার পদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে সোনা জেতেন তিনি। এবারই প্রথম দক্ষিণ এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং।

এসএ গেমসের চলতি আসরে এ নিয়ে ৭টি সোনার পদক জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও পেয়েছে বাংলাদেশ।



ফেইসবুকে আমরা