বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

বাংলাদেশে ২০৩০ সাল নাগাদ কর্মসংস্থানের অভাব থাকবে না : অর্থমন্ত্রী

  প্রকাশ : ২০১৯-১২-১৬ ১৯:৩১:৪০  

পরিস্হিতি২৪ডটকম : ২০৩০ সাল নাগাদ কারও কর্মসংস্থানের অভাব থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক খাতে উন্নতি করছে। ফলে প্রবৃদ্ধি বাড়ছে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৪ সাল নাগাদ এটি ১০ শতাংশে দাঁড়াবে।

তিনি আরো বলেন, বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি।



ফেইসবুকে আমরা