বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল : ড. আহসানুল আলম পারভেজ

  প্রকাশ : ২০২০-০২-২০ ১৮:২৪:৫২  

পরিস্হিতি২৪ডটকম : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রযাত্রার মধ্যদিয়ে বিশ্ববাসীর কাছে রোল মডেল। পৃথিবীর উন্নয়নশীল দেশ গুলো আজ বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনুসরণ করতে শুরু করেছে। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতিহারে রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী ঘোষণা করেছিলেন। আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এই রূপকল্পে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল যা প্রসংশার দাবীদার। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আহসানুল আলম পারভেজ একথা বলেন।
জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত আদর্শিক পাঠশালা ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় নগরীর খুলশীস্থ বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থনীতি বিশ্লেষক প্রফেসর ড. আহসানুল আলম পারভেজের সাথে এক সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠন সিনিয়র সহ-সভপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম।
এসময় প্রফেসর ড. আহসানুল আলম পারভেজ আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সকল মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। কিন্তু এখনো শহরের মানুষের উন্নয়ন হলেও গ্রামীণ মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই আগামী বাজেট হতে হবে গরীব বান্ধব বাজেট। যেখানে ধনী গরীব ভেদাবেদ থাকবে না। ধনী গরীব সকলেই সমান অর্থনৈতিক ভারসাম্যে অবস্থান করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা স.ম জিয়াউর রহমানের নেতৃত্বে মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস.এম.লেয়াকত হোসেন, মহিলা সম্পাদক মাসুমা কামাল আঁখি, সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, সদস্য লিজা আকতার রুমি প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা