বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পরমায়ু প্রাঙ্গণের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা : সামাজিক সংগঠনগুলো আত্মার মেলবন্ধনের সৃষ্টির রূপরেখা হিসেবে তৈরি হোক

  প্রকাশ : ২০১৯-১২-১০ ১৯:১১:৫১  

পরমায়ু প্রাঙ্গণের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা :
সামাজিক সংগঠনগুলো আত্মার মেলবন্ধনের সৃষ্টির রূপরেখা হিসেবে তৈরি হোক

পরিস্হিতি২৪ডটকম : পরমায়ু-নির্মল বায়ু-প্রাতঃ ভ্রমণ সুস্থ জীবন এই প্রতিপাদ্য নিয়ে গঠিত সামাজিক সংগঠন পরমায়ু প্রাঙ্গণের স্বাস্থ্যসেবীদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার সকাল ৯ ঘটিকায় নগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্থ এ.এল.খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমায়ু প্রাঙ্গণের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শিক্ষক মোহাম্মদ ইমদাদ হক খান টিটুর সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রফিক আহমদ।

এছাড়ও বক্তব্য রাখেন, পরমায়ু প্রাঙ্গনের ইনষ্টেক্টর ডাঃ মোহাম্মদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক ডাঃ এম.এ গোফরান হাসান, অর্থ সম্পাদক আবু শাদাত মোঃ সায়েম, ভ্যাট কর্মকর্তা রাহুল তালুকদার। এতে উপস্থিত ছিলেন মোঃ সাইফ উদ্দিন সাইফু, মোঃ ইলিয়াছ, হুমায়ুন কবির, মোঃ কবির উদ্দিন, মোঃ শফিউল আলম বাবু, আলী জাকের সেন্টু, মোঃ সাদ্দাম হোসেন জিমি প্রমূখ। প্রধান আলোচক বলেন, সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পাওয়া যায় এবং মানুষের মাঝে ইতিবাচক গুণাবলী তৈরি হয়। মানুষের মধ্যে তৈরি হয় নেতৃত্ব-গুণ এবং দায়িত্বশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ে। মোহাম্মদ শাখাওয়াত হোসেন সভাপতির বক্তব্যে বলেন, মুলত মানুষ সামাজিক জীব। এছাড়াও সংগঠন হলো এক সুতোয় এক এক করে এক একটা ফুল দিয়ে গাঁথা মালার মতো। প্রতিটা সংগঠন যদি সুন্দর ও সুশৃঙ্খল একটা পথে চলতে থাকে আর নিজেদের ত্রুটি-দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করে চলতে পারে তবে সেই সব সংগঠনের সফলতা কেউ ঠেকাতে পারবে না। ত্রুটি আর দুর্বলতা নিয়েও সুন্দর, সাবলীল, মার্জিত একটা চলার পথ বেছে নেয়া আর সেই পথ যতটা কঠিন হোক না কেন এগিয়ে যাওয়া আর সংগঠনের প্রতি সদস্যের মাঝে পৌঁছে দেয়া সাম্যের বাণী। কেউ ছোট নয়, কেউ বড় নয়। সবাই এক কাতারের সদস্য আর সবাই সমমর্যাদার। আর এই সামাজিক সংগঠনগুলো আত্মার মেলবন্ধনের সৃষ্টির রূপরেখা হিসেবে তৈরি হোক, এটাই প্রত্যাশা।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা