বাংলাদেশ, , শনিবার, ৪ মে ২০২৪

পরমায়ু প্রাঙ্গণের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান

  প্রকাশ : ২০১৯-১২-২১ ১৯:৩৭:০৬  

পরিস্হিতি২৪ডটকম : পরমায়ু-নির্মল বায়ু, প্রাতভ্রমণ-সুস্থজীবন এই প্রতিপাদ্য নিয়ে গঠিত সামাজিক কল্যাণমুখী সংগঠন পরমায়ু প্রাঙ্গণের উদ্যোগে গত ২০শে ডিসেম্বর, ২০১৯ খ্রিঃ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ২য় বারের মত মৌলভীবাজার বস্তি এলকার ছিন্নমূল ও গরীব-দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লাবিব মার্কেটিং কোম্পানীর চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন-অর-রশীদ। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রফিক আহমদ, পরমায়ু প্রাঙ্গণের ইনস্ট্রাক্টর ডা. মোহাম্মদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. এম.এ গোফরান হাসান, অর্থ সম্পাদক আবু শাদাত মো. সায়েম, ভ্যাট কর্মকর্তা ও আইটি সম্পাদক রাহুল তালুকদার, আলী জাকের সেনটু। ।

সংগঠনের সদস্যদের তহবিল থেকে তীব্র শীতে কষ্ট পাওয়া ২০০ লোকের মাঝে শীতবস্ত্র, কম্বল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান লোকেরা যদি গরীব দুস্থদের সহায়তায় এগিয়ে আসে এবং সহযোগিতার হাত বাড়ায় তাহলে এই সমাজ ব্যবস্থা আরো সুন্দর হবে। শক্ত ও সুদৃঢ় হবে সামাজিক মেলবন্ধন। দূর হবে বিভেদ, হিংসা বিদ্বেষ। তাই নৈতিক দায়িত্ব হিসেবে দুস্থদের সহায়তা করা উচিত । বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবান ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের পরমায়ু প্রাঙ্গণে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা