পরিস্হিতি২৪ডটকম : বইপড়া শুধু যে মানুষকে শক্তি দেয় তাই নয় বরং মানসিকভাবে সুস্থও করবে। বই সবসময় আমাদের নতুন এক জগতে নিয়ে যায়। আর সেটাই মানসিকতা বিকাশে সহায়তা করে। এবং ধর্মীয় ও মহা-মনীষীদের জীবনী গুলো পড়লে জগতিক ও পার্থিব জ্ঞান সম্পর্কে ধারণা দেয়। তাই নিজেকে সুস্থ ও ভাল রাখতে বই পড়ার বিকল্প নাই। লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই রচিত এই বইগুলো যুগোপযুগি ও সমসাময়িক গ্রন্থ। সম্প্রতি নগরীর সার্কিট হাউজে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে শুভেচ্ছা বিনিময় ও “সুফিসাধকের জীবন গাঁথা তাসাউফের মর্মকথা” গ্রন্থটি প্রদান কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির মাননীয় সচিব সম্পদ বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, দিপক বড়ুয়া, নিলু দাশ, দয়াল দত্ত, অভিবসু মল্লিক, সমীর কান্তি দাশ, কবি আসিফ ইকবাল প্রমূখ।