বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

না ফেরার দেশে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলাম

  প্রকাশ : ২০২১-০৫-১৭ ১৩:৪২:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মধ্যম কানাইমাদারীর কৃতি সন্তান আদর্শ পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলাম প্রকাশ আবু কমান্ডার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি রোববার (১৬ মে) ভোর ৪.৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর ।কমান্ডার আবু ইসলাম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

রোববার বাদ আছর কানাইমাদারী আদর্শ পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলামকে রাষ্ট্রীয় সম্মান জানানো পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


কমান্ডার আবু ইসলামের মৃত্যুতে শোক জ্ঞাপন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিন জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা,চন্দনাইশ গাউছিয়া কমিটি, বিশিষ্ট সমাজ সেবক সুলতান হোসাইন (টিপু), সাংবাদিক ,পরিবেশবিদ এ কে, এম, আবু ইউসুফ, বাংলাদেশ সেনাবাহীনী (অব.) মীর ফারুক, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার, চন্দনাইশ প্রেস ক্লাব, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কানাইমাদারী উন্নয়ন ফোরাম,আদর্শ পাড়া সমাজ উন্নয়ন সংঘ,বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা