বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নারায়ন ধরের শোক সভায় রেবতী মোহন নাথ : নারায়ণ ধরের সমাজ কর্ম আমাদের প্রেরণা

  প্রকাশ : ২০২০-০২-২৭ ১৮:০৫:৩০  

পরিস্হিতি২৪ডটকম : নারায়ন ধর একজন সমাজ কর্মী। তাঁর সৃষ্টিশীল কাজ আমাদের প্রেরণা জোগাবে। যুগযুগ ধরে তিনি তাঁর সৃষ্টিশীল কাজের জন্য বেঁচে থাকবেন। নতুন প্রজন্মরা নারায়ণ ধরের কর্মকান্ডকে বুকে ধারণ করে সমাজ সেবায় এগিয়ে যাবে। ২৬ ফেব্রুয়ারি ২০২০ দুপুর ১২ টায় প্রয়াতের বাড়ীতে আহুত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব রেবতী মোহন নাথ উপরোক্ত বক্তব্য রাখেন। বিজয় কৃষ্ণ ধরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মনোতোষ ধর, সাধন চন্দ্র ধর, অরুণ চন্দ্র বণিক, স্বপন ধর, এম.লোকমান হাকিম, সত্যব্রত দেওয়ানজী, প্রণব রাজ বড়ুয়া, ডাঃ অমর বরণ দেওয়ানজী, রাজু ধর, নারায়ন পুত্র বিধান ধর, বিপ্লব ধর, বিপুল ধর, নিয়াজ মোর্শেদ, ফাহিম, ফিরোজ প্রমূখ। প্রয়াতের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা