পরিস্হিতি২৪ডটকম : নগরের চান্দগাঁও এলাকায় সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফিকুল হাসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম বিএসসির সহধর্মিণী সানোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় পরিষদের চেয়ারম্যান শিল্পপতি মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহেদুল ইসলাম, দাতা সদস্য শাকিলা জাহান, শিক্ষানুরাগী সদস্য নাজমুল হক নজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনছুর।
নুরুল ইসলাম বিএসসি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। এই দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে পারলে তবেই আমরা সাফল্য অর্জন করতে পারবো। চান্দগাঁওতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আজ শিক্ষায় আলোয় আলোকিত হয়েছে।
সানোয়ারা বেগম বলেন, আমার বিদ্যালয়ে এসে প্রাক্তন ছাত্রদের দেখে আমার মন জুড়িয়ে গেছে। পুরনো অনেক স্মৃতি সবাইকে আনন্দিত করে। তোমরা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের পাওয়া, আমাদের গর্ব।
গিয়াস উদ্দীন তালুকদার আদরের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক এন কুমার মজুমদার, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মনিরুল ইসলাম, লুৎফনেচ্ছা ডলি, জোবাইদা খাতুন ও নাছিমা আক্তার।
শিক্ষা জীবনের স্মতিচারণ করে বক্তব্য রাখেন- প্রাক্তন ছাত্র মোরশেদ আলম, জানে আলম, জাকারিয়া তাহের সাফায়েত, মোহাম্মদ রিয়াদ, আলমগীর, ফয়সাল, শহিদ, আমির, শাকিব, ইকবাল, নাছির ও হাবিব।
২০০০ সালে চান্দগাঁও এলাকায় সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নুরুল ইসলাম বিএসসি। ১৯৯১ সাল থেকে চান্দগাঁওসহ নগর জুড়ে পর্যায়ক্রমে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।