বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

দেশের উত্তরপশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

  প্রকাশ : ২০১৯-১২-১৪ ১৭:১১:২৫  

পরিস্হিতি২৪ডটকম : আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুস্ক থাকতে পারে,তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টা (তিনদিন) রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে অবস্থায় বলা হয়,উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।



ফেইসবুকে আমরা